Nagad Cashback Terms & Condition
ক্যাম্পেইন শর্তাবলী :
১। ‘নগদ’ গ্রাহকগণ “এসএসবি লেদার” অনলাইন (https://ssbleather.com/) এবং এসএসবি লেদার রিটেইল স্টোর থেকে যেকোন পণ্য কেনাকাটা করে ‘নগদ’ এর মাধ্যমে পেমেন্ট করলে ১০% তাৎক্ষণিক (ইনস্ট্যান্ট) ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
একটি ইনভয়েস বা অর্ডার ভ্যালু এর ক্ষেত্রে একটি নগদ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে হবে। (একাধিক নগদ অ্যাকাউন্ট থেকে একটি ইনভয়েস বা অর্ডার ভ্যালুর পেমেন্ট করতে পারবেন না। )
২। আপনি “এসএসবি লেদার” (SSB Leather) অনলাইন এবং রিটেইল স্টোর এর থেকে পণ্য কিনে ‘নগদ’ অ্যাপ বা *১৬৭# (ইউএসএসডি) এবং / অথবা নগদ অনলাইন পেমেন্ট করলে এই ক্যাশব্যাকের যোগ্য হবেন।
৩। আপনি এই ক্যাম্পেইনের শর্তাবলী পূরণ করে অনলাইন এবং রিটেইল স্টোর উভয় ক্ষেত্রে এই ক্যাশব্যাক পুরো ক্যাম্পেইন চলাকালীন একাধিকবার ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন।
৪। অফারটি চলবে ১২ নভেম্বর ২০২৪, ০০:০০ থেকে ২২ নভেম্বর ২০২৪, ২৩:৫৯:৫৯ পর্যন্ত।
৫। আপনি যদি এই ক্যাম্পেইনের সমস্ত শর্তাবলী পূরণ করেন, তবেই আপনার ‘নগদ’ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ক্যাশব্যাক পাবেন।
৬। “এসএসবি লেদার” (SSB Leather) এই ক্যাম্পেইনের অধীনে প্রদত্ত পণ্য বা পরিষেবার জন্য সম্পূর্ণরূপে দায়বদ্ধ। ‘নগদ‘ শুধুমাত্র পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাবে দায়বদ্ধ থাকবে।
৭। এই ক্যাম্পেইন উপভোগ করতে হলে ‘নগদ’-এর অ্যাকাউন্টটি অবশ্যই সচল ও ফুল প্রোফাইল থাকতে হবে।
৯। ক্যাশব্যাক পেতে একজন গ্রাহককে একটি নগদ অ্যাকাউন্ট থেকে একটি ইনভয়েসের বিপরীতে পুরো টাকা পরিশোধ করতে হবে। একজন গ্রাহক কোনো পণ্য বা চালানের বিপরীতে আংশিক বা অতিরিক্ত অর্থ পরিশোধ করতে পারবেন না এবং একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে একাধিকবার ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন না।
১০। এই ক্যাম্পেইনের আওতাভুক্ত ক্যাশব্যাক পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে উক্ত ব্যাক্তিকে এই ক্যাম্পেইন হতে অযোগ্য বলে গন্য করা হবে।